সিলেট

করোনার সংকট কাটিয়ে সিলেটে জমজমাট ঈদবাজার

নিউজ ডেস্কঃ সিলেটে প্রায় দুইবছর করোনার সংকট কাটিয়ে এবার জমজমাট হয়েছে ঈদবাজার। এ বছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রোজার আগে থেকেই ক্রেতা আকর্ষণে নানা সাজসজ্জা আর প্রস্তুুতি নেন ব্যবসায়ীরা। ফলে আগেভাগেই নতুন জামা-কাপড় কিনছেন ক্রেতারাও। সিলেট নগরীতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে এই অবস্থা চলছে এক সপ্তাহ ধরে।

সরেজমিনে দেখা গেছে, বিপণিবিতানগুলোতে ঈদের বেচাকেনা জমজমাট। ভিড় বাড়ে দুপুর থেকে। তবে তারাবির নামাজের পরপরই মূলত ক্রেতাদের আনাগোনা সবচেয়ে বেশি হয়। গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটা। কোনো কোনো বিপণিবিতানে আবার সেহেরির আগ পর্যন্ত নারী, পুরুষ, শিশু, বয়স্ক থেকে শুরু করে তরুণ-তরুণীদের ভিড়ও চোখে পড়েছে। এ বছর ঈদে শিশু থেকে শুরু করে এ ভিড়ে আছেন বয়স্করাও। বিপণিবিতানের পাশাপাশি ফুটপাতেও ছিল প্রায় একই অবস্থা।

বিক্রেতারা বলেন, মূলত সিলেট নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, লামাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, বারুতখানা, নয়াসড়ক, কুমারপাড়া, সুবিদবাজার, মদিনা মার্কেট এলাকায় ক্রেতাদের ভিড় বেশি ছিল। নগরীর লামাবাজার এলাকার ষড়ঋতু নামের দেশীয় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানের প্রধান পরিচালনা কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, কয়েক বছর ধরে সিলেটে দেশীয় ব্র্যান্ডের পোশাকের বেচাকেনা বেড়েছে।

নগরীর অভিজাত শপিংমল আল হামরা শপিং সিটিতে ঈদের নতুন পোশাক কিনতে আসা শিশু ওয়াজিহা মাহমুদ আফরিন বলেন গত বছর করোনা থাকায় বাবা আমাদের মার্কেটে নিয়ে আসেনি। এবার ঈদের জামা কিনতে বাবা-মায়ের সঙ্গে এসেছি। আমি ও আমার বোন দুটি লেহেঙ্গা কিনেছি। আমাদের খুব পছন্দ হয়েছে। ছোটবোনও খুশিতে ঘুরছে।

তবে ক্রেতারা জানান, অন্য বছরের তুলনায় এ বছর কাপড়ের দাম সামান্য বেশি। এছাড়া ব্যবসায়ীরাও তাদের সুবিধামতো দাম হাঁকাচ্ছেন।

ব্যবসায়ী আবুল কালাম বলেন, গত দুই বছর কিছু করতে পারিনি। এবার একটু দাঁড়ানোর চেষ্টা করছি। আল্লাহর রহমতে বেচাকেনা ভালোই চলছে। করোনা মহামারি কাটিয়ে দুই বছর এবারই ঈদ কেনাকাটায় ফিরে এসেছে স্বাভাবিকতা। ক্রেতাদের উপচেপড়া ভিড় আর জমজমাট বিক্রিতে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে। উৎসবের এই কেনাকাটা চলবে ঈদের দিন পর্যন্ত।

জিন্দাবাজার এলাকায় স্লোগান নামের বুটিক হাউসের স্বত্বাধিকারী উজ্জ্বল চক্রবর্তী বলেন, সিলেটে ছোট-বড় কয়েক’শ বুটিক হাউস ও টি-শার্টের দোকান রয়েছে। ঈদ কিংবা কোনো উৎসবকে কেন্দ্র করেই মূলত এসব দোকানে বেচাকেনা বেশি হচ্ছে।

একই এলাকার ব্লুওয়াটার ওয়াটার শপিং সিটিতে গতকাল কেনাকাটা করার সময় কথা হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই সহপাঠী খাদিজা আক্তার ও নারগীস সুলতানা সঙ্গে কথা হলে তাঁরা বলেন, এবারের ঈদে বজরঙ্গি ভাইজান নামের একধরনের লেহেঙ্গা নতুন এসেছে। তাঁদের অনেক বান্ধবী এ পোশাক কিনেছেন। তাঁরা দুজনেও কিনতে এসেছেন।

সিলেট চেম্বারের পরিচালক মুকির হোসেন চৌধুরী বলেন, ঈদ ঘনিয়ে আসায় পাল্লা দিয়ে বাড়ছে বেচাকেনা। সকাল থেকে রাত পর্যন্ত বিক্রেতাদের রয়েছে সমান ব্যস্ততা। এবারের বেচাকেনা আগের বছরের চাইতে বেশ ভালোই হবে বলে মনে হচ্ছে।

Back to top button