সুনামগঞ্জে নদীর তীর উপচে পানি ঢুকছে হাওড়ে

টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার চণ্ডিপুর ভরাম হাওড় উপপ্রকল্প নোয়াখালের পূর্বপাশে নদীর তীর উপচে ভরাম হাওড়ে পানি ঢুকছে।
বুধবার দিবাগত রাত থেকে কালনী নদীর তীর উপচে পানি ঢুকতে থাকলেও কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পাউবোর সহযোগিতায় তাৎক্ষণিক এক্সাভেটর মেশিন দিয়ে ঠেকানোর চেষ্টা চালানো হচ্ছে।
স্থানীয়রা জানান, গতকাল শুরুতে পানি কম ঢুকলেও সময় যত যাচ্ছে ধীরে ধীরে নদীর পানিও বাড়ছে, পানি ঢোকার গতিও বাড়ছে; যে জায়গা দিয়ে পানি প্রবেশ করছে, সে জায়গার প্রশস্ত ও গভীরতাও বাড়ছে।
কৃষকরা বলছেন, অনেকের ধানকাটা শেষ পর্যায়ে, আবার অনেকে হাওড়ে ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। ফলে বাঁধ আটকাতে এগিয়ে আসছেন না কেউ। প্রথম দিকে কিছু লোক যদি চেষ্টা করতেন, তা হলে আটকানো যেত। কিন্তু কতিপয় লোক মাছ ধরতে গিয়ে চায়না ছাই (মাছের ফাঁদ) বসিয়ে মাটি সরিয়ে দিচ্ছে এবং পানি প্রবাহ বাড়ছে।
জানা গেছে, ভরাম হাওড়ের চণ্ডিপুরের অংশে ধানকাটা অর্ধেকেরও বেশি শেষ হলেও ভরামের বৃহৎ অংশে ধানকাটা মাত্র শুরু হয়েছে। নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে অনেক বাঁধ ঝুঁকিতে রয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ জানান, চণ্ডিপুরের দিকে ওভারফ্লো হয়ে ভরাম হাওড়ে পানি ঢুকলেও পাউবো এক্সাভেটর মেশিন দিয়ে মাটি ফেলে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে কৃষকের মধ্যে কোনো আতংক নেই। কৃষক ধানকাটায় ব্যস্ত রয়েছেন, ৩ অথবা ৪ দিনের মধ্যে ধানকাটা শেষ হবে। ভরাম হাওড়ে ৬০-৭০ ভাগ ধানকাটা হয়ে গেছে।