সিলেটজৈন্তা

জৈন্তাপুরে নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, জরিমানা

জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরিসহ বিভিন্ন অনিয়মের জন্য ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বাজারে অভিযান চালিয়ে এমন অনিয়ম পাওয়া যায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে চলা অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও মেয়াদ উত্তীর্ণ দই বিক্রির অপরাধে শাহজালাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা এবং পচাঁবাসী মিষ্টি বিক্রি ও ইফতার সামগ্রীতে ক্ষতিকর রং মিশানোর অপরাধে কৃষ্ণা মিষ্টি ঘরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারে মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস সামগ্রী বিক্রির অপরাধে মাশাল্লা স্টোরকে ২ হাজার টাকা ও জৈন্তাপুর স্টোরকে আরও ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জৈন্তাপুর থানা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মো. আমিরুল ইসলাম মাসুদ।

Back to top button