সিলেট

সিলেটে ফিজাসহ নগরের তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ইফতার সামগ্রী অপরিচ্ছন্ন পরিবেশে রাখার দায়ে সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় ফিজা এন্ড কোংকে তিন হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়।

বুধবার অধিপ্তরের এক অভিযানে ফিজাসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ফিজা ছাড়া কুমারপাড়ায় পোশাক বিপণী এম এন্ড এনকে লেবেল ও আমদানিকারকের স্টীকারবিহীন বিদেশী প্রশাধনী বিক্রয় করায় ৫ হাজার টাকা ও একই অপরাধে নয়াসড়ক এলাকার পর্বত বুটিকসকে দেড় হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া অভিযোগের ভিত্তিতে শুনানিতে প্রমাণিত হওয়ায় প্রিন্স রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে অভিযোগকারীকে আরোপিত জরিমানার ২৫ শতাংশ টাকা প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালীন ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনার ও ভোক্তা-অধিকার সংরক্ষণের জন্য অনুরোধ করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য।

জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Back to top button