আওয়ামীলীগ সরকারের আমলে উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে-এমপি নাহিদ

বিয়ানীবাজারঃ সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আওয়ামীলীগ সরকারের দেশের সামগ্রিক উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে। এ কারণে দেশের সার্বিক চিত্র বদলে গেছে। এ ধারা আরো কয়েকবছর বজায় থাকলে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের মডেল হিসেবে গণ্য হবে।
তিনি বলেন, সকল অপশক্তি মোকাবেলা করে দেশের অর্থনৈতিক ভিত্তি এখন অনেক শক্তিশালী। সূতরাং গুঁজবে কান না দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার পথে আমাদের সকলের সহযোগীতা প্রয়োজন। তিনি বুধবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার মাথিউরায় পুুরুষপাল ওয়াছিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১ কোটি ৮৩লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ ভবনের ভিত্তিপ্রস্থর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, চেয়ারম্যান আমান উদ্দিন, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন রুনু, বেলাল আহমদ প্রমুখ।