ছাতকে প্রতিপক্ষের হামলায় এক যুবক খুন

নিউজ ডেস্ক:ছাতকে প্রতিপক্ষের হামলায় জুমেল আহমেদ (২৪) নামে এক যুবক খুন হয়েছেন।
সোমবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির পীরপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত জুমেল ওই গ্রামের জমির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পীরপুর বাজারে আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে চা পান করতে যান একই গ্রামের কামরান আহমদ। এ সময় চা দোকানের কর্মচারী সায়েক মিয়ার সঙ্গে তার কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে জুমেল আহমেদ এসে কামরানের পক্ষ নিয়ে কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে দোকানের মালিক ও কর্মচারী মিলে লোহার রড ও লাঠি দিয়ে জুমেল আহমেদকে পিটিয়ে আহত করেন।
পরে তাকে উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার জের ধরে দোকানদার আব্দুল কুদ্দুস ও জুমেল আহমেদের পক্ষের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ রাতেই নূরুল ইসলাম, শফিকুল মিয়া, জয়নাল আবেদীনসহ চারজনকে আটক করেছে।
মঙ্গলবার বিকালে নিহতের বাবা জমির উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক চারজনকে গ্রেফতার দেখিয়ে সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
ছাতক থানার ওসি মাহবুবুর রহমান বলেন, হত্যার সঙ্গে জড়িত থাকায় এজাহারভুক্ত চারজন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।