মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটি ওয়েল ফেয়ার ট্রাস ইউ.কের সহ-সভাপতি তুতিউর রহমান তুতার সার্বিক সহযোগিতায় এবং মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মোল্লাপুর মোল্লাগুষ্টি পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, আলেম-উলামা, সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ শ্রমজীবি বিভিন্ন পেশার ৮শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশনেন।
দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন। এসময় তিনি নিজ এলাকার সংগঠনের সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীদিনেও সোসাইটির সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মোল্লাপুর ফেন্ডস্ সোসাইটির সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আব্দুর রহমন আফজল। এসময় তিনি ইফতার মাহফিলে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটি ওয়েল ফেয়ার ট্রাস ইউ.কের সহ-সভাপতি তুতিউর রহমান তুতাকে সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানান।
ইফতার মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, মোল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল হোসেন, মোল্লাগুষ্ঠী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তবারক আলী, মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির উপদেষ্টা ডা. মাহবুবুল হক সুজা, আতাউর রহমান, আব্দুল বাছিত, মুহিবুর রহমান বিলাল, শফিক উদ্দিন, সেলিম আহমদ, আব্দুল কাদির আপ্তব, লোকমান আহমদ, জালাল উদ্দিন মজনু ও এবাদুর রহমান, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হক, ব্রাজিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামি মাহমুদ কামাল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ময়েজ আহমদ শেঠ, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওলিউর রহমান শাবলু, মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সভাপতি মাহতাবুর রহমান, সাবেক সভাপতি শামীম আহমদ ও শাব্বির আহমদ সহ আরো অনেকে।
ইফতার মাহফিলের পূর্বে মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির পক্ষ থেকে সৌদি আরব প্রবাসী ফয়সল আহমদকে সম্মাননা স্মারক এবং মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির সাবেক ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান ফাহাদ ও বর্তমান ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক শাহ আলম শাওনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
ইফতার মাহফিলে দেশ ও প্রবাসে অবস্থানরত মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মোল্লাগুষ্ঠি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমাম উদ্দিন।