গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে হত্যা মামলায় পিতাপুত্রসহ গ্রেপ্তার ৬

গোলাপগঞ্জে হত্যা মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

রোববার (১৭ এপ্রিল) ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ৬ আসামি হচ্ছে- উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিয়াগা মেহেরপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আবুল কালাম (৩৭) ও তার ভাই আব্দুছ ছালাম (৫২), আব্দুল ছালামের ছেলে সাজ্জাদ হোসেন (২২), রাশেদ আহমদ রাব্বি (২০), শাকিল আহমদ সাকেল (২৪) ও আব্দুল হামিদ প্রকাশ কুটু মিয়ার ছেলে জামিল আহমদ (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল জমিসংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিয়াগা গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হেলাল আহমদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এঘটনায় হেলাল আহমদের স্ত্রী রায়না বেগম বাদী হয়ে ঘটনার ২ দিন পর গত ৮ এপ্রিল ১০ জনের নামোল্লেখ ও ৬ থেকে ৭ জনকে অজ্ঞাত রেখে গোলাপগঞ্জ থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে কেরানীগঞ্জ থানা এলাকা থেকে ৬ আসামিকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৬ আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Back to top button