বড়লেখা

বড়লেখায় রমজান মাসে ওজনে কম দিয়ে জরিমানা গুনলেন ৮ ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ পবিত্র রমজান মাসে মৌলভীবাজারের বড়লেখায় ওজনে কম দেয়া, মুল্য তালিকা না রাখা এবং মেয়াদ উত্তির্ন পণ্য রাখায় ৮ ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপরে বড়লেখা পৌরশহরে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় বড়লেখা থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘রমজান মাসে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না৷ ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।

Back to top button