সুনামগঞ্জ

জগন্নাথপুরে স্কুল শিক্ষকের স্ত্রীর লাশ উদ্ধার

নিউজ ডেস্কঃ জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক স্কুল শিক্ষকের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ যৌতুকের কারণে স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন স্বামী। গতকাল শনিবার তাকে তালা দিয়ে ঘরে রেখে তিনি বিদ্যালয়ে যান। সেখান থেকে বিকেলে এসে দেখেন ঘরের ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো লাশ ঝুলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার পাঠকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃদুল চন্দ্র সরকার চাকুরির সুবাদে উপজেলার আশারকান্দি ইউনিয়নের শেওড়া গ্রামে লজিং থাকতেন। প্রায় ছয় মাস আগে তিনি শাল্লার আনোয়ারহুা গ্রামের নিখিল চন্দ্র সরকারের মেয়ে ছন্দা রানী সরকার (২৭) কে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে পাঠকুড়া এলাকায় ভাড়া বাসায় উঠেন। শনিবার স্ত্রী ছন্দা রানী সরকারকে ঘরে রেখে তিনি বিদ্যালয়ে চলে যান। বিকেলে বাড়ি ফিরে দেখেন ফ্যানের সাথে ওড়না দিয়ে প্যাঁচানো স্ত্রীর লাশ ঝুলছে। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। মৃদুল চন্দ্র সরকার কাইলাজুড়ি উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা।

ছন্দা রানী সরকারের ভাই নিহার সরকার জানান,বিয়ের এক মাস পর জায়গা কিনবে বলে আমার বোনকে মারধর করে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। আমরা এক লাখ ৫ হাজার টাকা দেই। দুই দিন আগে আমার বোন টাকার জন্য তাকে স্বামী নির্যাতন করছে বলে মুঠোফোনে জানায়। আমার বোনকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। এ ঘটনায় সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সুশংকর পাল, উপ পরিদর্শক জিয়া উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।স্কুল শিক্ষিক মৃদুল চন্দ্র সরকার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমি যৌতুকের জন্য নির্যাতন করেনি। সে আত্মহত্যা করেছে।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক জিয়া উদ্দিন বলেন, প্রাথমিকভাবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Back to top button