তাহিরপুর সীমান্তে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপারে কয়লা কুড়াতে গিয়ে পুরনো গর্তের মধ্যে পড়ে মাটির চাপায় অনিক (১৯) নামে এক কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত অনিক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের কদ্দুস মিয়ার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাতে অনিক সহ কয়েকজন কয়লা শ্রমিক সীমান্তের লাকমা চড়া দিয়ে ভারতে ভিতরে ঢুকে মেঘালয় পাহাড়ে কয়লা কুড়াতে যায়। এক পর্যায়ে পুরনো গর্তে ঢুকে কয়লা কুড়াতে থাকলে হঠাৎ মাটির চাপায় পড়ে অনিক সহ তার সঙ্গীয় কয়েকজন। পরে অনিকের সঙ্গীয়রা গর্তের ভিতর থেকে উপরে উঠতে পারলেও অনিক উঠতে না পারায় মাটির চাপায় তার মৃত্যু হয়। পরে সঙ্গীয়রা বাংলাদেশে এসে অনিকের পরিবারকে বিষয়টি জানালে পরিবারের লোকজন রোববার সকালে ঘনাস্থলে গিয়ে অনিকের লাশ উদ্ধার করে দুপুরে বাংলাদেশে নিয়ে আসে।
ট্যাকেরঘাট বিজিবি কম্পানী কমান্ডার মো. আব্দুল ছাত্তার বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে আমাদেরকে এ বিষয়ে কেউ অবগত করেনি।