বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

বিয়ানীবাজার টাইমসঃ আজ বৃহস্পতিবার পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে আজ যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪২৯। বাংলা নববর্ষকে বরন করে নিতে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

সকালে মঙ্গল শোভাযাত্রাটি বিয়ানীবাজার উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। শোভাযাত্রায় বিয়ানীবাজার পৌরসভাসহ বিভিন্ন ব্যানারে বিভিন্ন সংঘটন ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহন করে।

এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা আশিক নুর, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদির প্রমুখ।

Back to top button