বড়লেখায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত জনমিলন কেন্দ্রের ছাদ ও দেয়ালে ফাটল
আনুষ্ঠানিক উদ্বোধনের এক বছর হয়নি,

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ৭ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ৫০০ আসন বিশিষ্ট জনমিলন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের বছর না ঘুরতেই ছাদ ফেটে পানি চুয়ে নষ্ট হচ্ছে সিলিংয়ের পার্টেক্স। ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ছোটবড় ফাটল। খসে পড়ছে দেয়ালের টাইলস। অভিযোগ উঠেছে নির্মাণ কাজের অনিয়মের কারণেই এমনটি হচ্ছে।
জানা গেছে, ২০১৩ সালের ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা সফরে গিয়ে এই জনমিলনায়তন কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় সাড়ে ৭ বছর পর গত বছরের মার্চে নির্মাণ কাজ শেষ করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এফ.টি এন্ড জে.বি কনষ্ট্রাকশন’। প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের বছর না ঘুরতেই এর ছাদ, সম্মুখের দেয়ালসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। ছাদ ফেটে চুয়ে বৃষ্টির পানি পড়তে থাকে। দেয়ালের টাইলসও খসে পড়তে শুরু করেছে। ছাদ চুয়ে বৃষ্টির পানি পড়ে সিলিংয়ের বেশ কিছু পার্টেক্স নষ্ট হয়ে গেছে। এতে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জানতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) খোদেজা খাতুনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
জেলা পরিষদের উপ-সহকারি প্রকৌশলী সাইদুর রহমান নির্মাণ কাজে অনিয়মের অভিযোগের সাথে একমত পোষণ করে বলেন, ভবনের বেশ কিছু সমস্যা ধরা পড়েছে। ছাদ চুয়ে বৃষ্টির পানি পড়ায় জেলা পরিষদের অর্থায়নে ছাদে প্রটেকশন ঢালাই দেয়া হয়েছে। বিভিন্ন স্থানে দেয়ালের ফাটল, টাইলস উঠে যাওয়াসহ অন্যান্য সমস্যাও সমাধানের ব্যবস্থা নেয়া হবে।