সিলেট

সিলেট র‍্যাব-৯ এর নতুন অধিনায়ক মোমিনুল হক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন উইং কমান্ডার মো. মোমিনুল হক (জিডি- পি)।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১টায় র‍্যাব-৯ এর সদ্য সাবেক অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান (পিএসসি, আর্টিলারি)-এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

বিষয়টি মঙ্গলবার রাতে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এ.এস.পি সোমেন মজুমদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদায়ী অধিনায়ক মোহাম্মদ আবদুর রহমানকে র‍্যাব সদর দপ্তরের ‘প্রশাসন ও অর্থ উইং’ শাখায় প্রত্যাবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, উইং কমান্ডার মো. মোমিনুল হক (জিডি- পি) সিলেটে যোগদানের আগে ঢাকা সেনানিবাসে কর্মরত ছিলেন।

Back to top button