যথাসময়ে টিকা নিতে সিসিকের আহবান

টাইমস ডেস্কঃ নির্ধারিত তারিখে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা নিতে আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিয়মানুযায়ী কোভিড-১৯ এর টিকা সমূহ গ্রহণে নগরবাসিকের অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার সিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র আরিফুল হক চৌধুরী এ আহবান জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য যারা মোবাইলে ক্ষুদে বার্তা পেয়েছেন বা নির্ধারিত সময় হয়েছে কিন্তু টিকা গ্রহণ করছেন না, তাদেরকে অতিসত্ত্বর টিকা গ্রহণ করতে হবে। টিকা গ্রহণে বিলম্বের কারণে কোন সমস্যা কিংবা টিকা গ্রহণের ক্ষেত্রে কোন সংকট সৃষ্টি হলে কতৃপক্ষ দায়ি থাকবে না বলে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন সিলেট সিটি কর্পোরেশন টিকা কেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ টিকার ৩য় ডোজ গ্রহণ করার জন্য ৩ হাজার নাগরিককে মোবাইলে ক্ষুদে বার্তা পাঠানো হয়। সে অনুযায়ী প্রতিদিনের টিকা গ্রহণের হার খুবই কম। তাই সম্মানিত নাগরিকদের সময় মতো টিকা গ্রহণের আহবান জানানো হয়েছে।
প্রসঙ্গত, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র কোভিড-১৯ এর ৩য় ডোজ প্রদান করা হচ্ছে। এদিকে বন্দরবাজারস্থ নগর ভবনের নীচ তলায় স্থাপিত অস্থায়ি টিকা কেন্দ্রে কোভিড-১৯ টিকার ১ম ও ২য় ডোজ প্রদান করা হচ্ছে। যারা কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজ যথাসময়ে গ্রহণ করেননি বা টিকা গ্রহণ থেকে বাদ পড়েছেন, তারাও এই কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারবেন।
এছাড়া কোভিড-১৯ ভ্যাকসিনের টিকার সনদ সংক্রান্ত যেকোন প্রয়োজনে সিলেট সিটি কর্পোরেশনের নীচ তলায় স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।