সিলেট

ওসমানী হাসপাতালে সন্তানহারা মায়ের আর্তনাদ

সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক।শনিবার রাত ১০ টার দিকে ওসমানী হাসপাতালের ৩নং ফটকের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম নাজিম আহমদ (২০)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেরপরশ এলাকার নুর মিয়ার ছেলে।পেশায় হোটেল শ্রমিক নাজিম সিলেট নগরীর দরগাহ মহল্লার ৭৪ নং বাসার ভাড়াটিয়া।

সন্তানের মৃত্যুর থবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নাজিম আহমদের মা-বাবাসহ স্বজনরা। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সন্তানহারা মায়ে আর্তনাদে ভারী হয়ে উঠে হাসপাতালের পরিবেশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ শ্যামল সিলেটকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খুন হওয়া যুবকের পরিচয় মিলেনি। তবে খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ শ্যামল সিলেটকে বলেন, ‘সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্ব নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটে তিনজনকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ছুরিকাহত তিনজনকেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তৃব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জনের চিকিৎসা চলছে।’

তিনি বলেন, ‘আহত ও হামলাকারীদের রাজনৈতিক পরিচয় মিলেনি।এদের আগ থেকে বিরোধ চলছিল।হামলাকারীদের একজন জেল খেটে কিছুদিন আগেই বের হয়েছে।’

Back to top button