সিলেট

রোজা রেখে ঝাঁড়ু হাতে সিলেটের আদালত পাড়ায় ‘জীবাণুমুক্ত অভিযান’

নিউজ ডেস্ক- রোজা রেখে ঝাঁড়ু হাতে এবার সিলেটের আদালত পাড়া পরিস্কার করলেন বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটির সদস্যরা। শনিবার সকালে আদালত আঙ্গিনা ‘জীবাণুমুক্ত অভিযানে’ অংশ নেয় অরাজনৈতিক এই দু’টি সংগঠনের শতাধিক কর্মী।

সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিটির স্বেচ্ছাসেবকরা নিজ উদ্যোগে ঝাড়ু হাতে নিয়ে পুরো আদালত পাড়া পরিস্কার-পরিচ্ছন্ন করেন।তাঁরা আদালত এলাকায় পড়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে তা তুলে নেন।এ ছাড়া জেলা আইনজীবী সমিতির কক্ষগুলোতে জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে দেয়া হয়।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক সচেতনতা বাড়াতে এবং কর্মহীন ঘরবন্দী মানুষদের পাশে দাঁড়াতে নানাভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটির সদস্যরা। পাশাপাশি উভয় সংগঠনের কর্মীরা নগরীর রাস্তাঘাট এবং পাড়া-মহল্লায় নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ময়লা-আবর্জনা পরিস্কার করেন।নিজস্ব অর্থায়নে জীবাণুনাশক ওধুষ কিনে তা নগরীর রাস্তাঘাটে ছিটিয়ে নগরজীবনকে জীবাণুমুক্ত রাখার প্রচেষ্টা চালান।

Back to top button