
জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদে মনসুর আহমদ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ১নং ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত সদস্য।
৯এপ্রিল শনিবারে নিজপাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যগণের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গোপন ভ্যালটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন ১নং ওয়ার্ডের দ্বিতীয়বারের নির্বাচিত সদস্য মনসুর আহমদ।