সিলেট

সিলেটে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল পল্লী চিকিৎসকের

টাইমস ডেস্কঃ সিলেটের সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এ পল্লী চিকিৎসক নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার (৯ এপ্রিল) ভোর ছয়টার দিকে উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামে রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত পল্লী চিকিৎসকের নাম নিজাম উদ্দিন (৪০)। তিনি সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামের মরহুম বশির উদ্দিনের ছেলে।

তিনি এলাকায় একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জনক। তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। আহত সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বিমানবন্দর থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামে দুই একর জমি নিয়ে পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন ও একই এলাকার নয়ন মিয়ার মধ্যে বিরোধ চলছিল।

এর জের ধরে দুই পক্ষের লোকজনেরা শনিবার ভোরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে ওসমানী মেডিক্যালে প্রেরণ করা হয়েছে।

Back to top button