সিলেট

সিলেটে কমছে মা ও শিশু মৃত্যুর হার

নিউজ ডেস্কঃ  সিলেটে কমছে মা ও শিশু মৃত্যুর হার। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়েছে। ‘সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এদিন সকালে সিলেট স্বাস্থ্য ভবনের বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায়। পরে স্বাস্থ্য ভবন প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়।

সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. স্বপ্নিল সৌরভ রায় জানান, সিলেটে ২০১০ সালে প্রতি হাজারে নবজাতকের মৃত্যুর হার ছিল ৪৫ জন, কিন্তু ২০২২ সালে তা ২৪ জনে নেমে এসেছে। ২০১০ সালে প্রতি লাখে মাতৃ মৃত্যু হার ছিল ১৯৮ জন, ২০২২ সালে তা ১৬২ জনে নেমে এসেছে।

স্বাস্থ্য ভবনের ইপিআই ভবনে সিলেটের সিভিল সার্জন ডা. এসএম শাহরিয়ারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায়। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. স্বপ্নিল সৌরভ রায়ের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন- ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।

এছাড়া বক্তব্য রাখেন- সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নূরে আলম শামীম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আব্দুল কাদির, খাদিমপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রজ্ঞা পারমিতা দে, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিক, এমটি ইপিআই মনীন্দ্র দেবনাথ, স্টোর কিপার আব্দুল আলী বাবলু প্রমুখ।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য ভবন সিলেটকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায় বলেন, বিশ্বকে সুরক্ষিত করতে হলে আমাদের নিজেদের সুরক্ষিত থাকতে হবে। বিশ্বকে সুরক্ষিত করতে না পারলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব।

তিনি বলেন, আমাদের অপরিকল্পিত ব্যবহার পরিবেশ ধ্বংস করছে। আমরা প্রকৃতিকে ধ্বংস করছি, এজন্য প্রভাব পড়ছে আমাদের ওপর। পরিবেশ ধ্বংস না করার অঙ্গীকার প্রদানের মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রথমে বিশ্বের পরিবেশ পরে মানব সভ্যতা। স্বাস্থ্যকর্মী সবার প্রচেষ্টায় জনগণকে সুরক্ষিত করে প্রকৃতি রক্ষা করলে স্বাস্থ্য সুনিশ্চিত হবে।

Back to top button