সুনামগঞ্জ

ছাতকে বালুর নিচে চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ছাতকে বালুর নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে ছাতক শহরের চৈকিত্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শ্রমিক হলেন- উপজেলার নোয়ারাই ইউনিয়নের কুমারদানি গ্রামের আলী আসকরের ছেলে বেল মিয়া (২৬) ও একই ইউনিয়নের কুপিয়া গ্রামের হানিফ আলীর ছেলে সামছুজ্জামান (১৬)।

ছাতক থানার এসআই দীপংকর কান্তি তালুকদার জানান, লেবার সর্দার ইছরাইল মিয়ার নৌকায় বালু ভর্তির কাজে যান বেল মিয়া, সামছুজ্জামান ও জাকির হোসেন । বালু নৌকায় ভর্তি করার এক পর্যায়ে বালুর স্টেক ভেঙে বালু ধসে পড়ে চাপা পড়েন তিন শ্রমিক। তাদের উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেল মিয়া ও সামছুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

Back to top button