সিলেট

সিলেট এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নিউজ ডেস্কঃ সিলেট এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

তার নাম মো. সাব্বির আহম্মদ (৪১)। সাব্বির এয়ারপোর্ট থানার মৃত হারুনুর রশীদের ছেলে।

র‌্যাব-৯, সদর ক্যাম্পের একটি আভিযানিক দল ৫ এপ্রিল এয়ারপোর্ট থানার পশ্চিশ পীর মহল্লা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে।

 

Back to top button