কুলাউড়ামৌলভীবাজার
কুলাউড়ায় তরুণীর আত্মহত্যা, স্বামী আটক

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কড়ইগ্রামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (৬ এপ্রিল) ভোররাতে মোর্শেদ আক্তার সাথি (১৮) নামের ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
সাথি উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুজিবুর রহমান মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই হারুনুর রশীদ জানান, পারিবারিক কলহের জের ধরে সাথি তার নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, এ ঘটনায় সাথির স্বামী জামাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।