সিলেটে ৫ তলা ভবনে আগুন

টাইমস ডেস্কঃ সিলেট নগরীর চৌহাট্টার পয়েন্টের অদূরে দৌলতপুর স্কয়ার নামক ৫তলা ভবনে আগুন লেগেছে। বুধবার (৬ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে ওই ভবনের ৩য় তলায় আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে বেলা সোয়া ২টায় ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। টিমের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন।
এদিকে, আগুন লাগায় চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে দৌলতপুর স্কয়ারের ৩য় তলায় আগুন দেখা যায়। ততক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে প্রথমে ৩য় তলার যে কক্ষগুলোতে আগুন লেগেছে সেসব কক্ষের গ্লাস ভেঙে দেয়। পরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের আরও দুটি টিম এসে তাদের সঙ্গে যোগ দেয়।
দৌলতপুর স্কয়ারের নিচ তলা ও ৩য় তলা পর্যন্ত বেশ কয়েকটি ইরেক্টনিক্সের শো-রুম রয়েছে এবং চতুর্থ ও পঞ্চম তলায় আবাসিক ব্যবস্থা রয়েছে বলে জানান স্থানীয়রা।