বড়লেখা

বড়লেখায় কালভার্টে মরণফাঁদ

নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ মৌলভীবাজার বড়লেখার কলাজুরা গ্রামের একটি কালভার্ট ভেঙে বিপদজনক গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এই রাস্তা দিয়ে চলাচলকারী গ্রামের শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা চরম ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। গ্রামের একমাত্র রাস্তার এই কালভার্টে গর্তের সৃষ্টি হওয়ায় গ্রামের মানুষের চলাচলে মৃত্যুফাঁদ তৈরি হয়েছে। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশংকা এলাকাবাসীর। অচিরেই কালভার্টের ভেঙে যাওয়া অংশ মেরামতের দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিনভাগ (দক্ষিণ) ইউনিয়নের কলাজুরা গ্রামে দীর্ঘ ৪০ বছর আগে এই কালভার্টটি নির্মাণ করা হয়। গ্রামের একমাত্র রাস্তা হওয়ায় এলাকার মানুষ সবসময় এই রাস্তা এবং কালভার্ট ব্যবহার করেন। গত দুই মাস আগে কালভার্টের একটি অংশ ভেঙে গিয়ে মারাত্মক গর্তের সৃষ্টি হয়। এলাকাবাসীর পক্ষ থেকে কালভার্টের সংস্কারের জন্য কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করা হলে তারা আশ্বাস দিলেও সংস্কার করে দেননি৷ যার ফলে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন এলাকার মানুষ৷

এলাকার বাসিন্দা লন্ডন প্রবাসী শহিদুল ইসলাম বলেন, ‘ দুই মাস আগে কালভার্টটি ভেঙেছে। কিন্তু কালভার্টের সংস্কারে কোন জনপ্রতিনিধি উদ্যোগ নিচ্ছেন না। বর্তমানে রমজান মাস চলছে। গ্রামের মানুষ অন্ধকার রাস্তা দিয়ে তারাবির নামাজে যেতে হয়। ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া কালভার্টটি ভেঙে যাওয়ায় গ্রামে বড় কোন গাড়ি প্রবেশ করতে পারে না। জরুরি ভিত্তিতে অসুস্থ রোগী পরিবহনের জন্য কোন অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারবে না।

এ বিষয়ে দক্ষিণ ভাগ (দক্ষিন) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজির উদ্দিন বলেন, ‘ কালভার্টটির সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ বরাদ্দ আসলেই দ্রুত কালভার্টটির সংস্কার করে দেওয়া হবে। ‘

Back to top button