হরিপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশ’র এসল্ট মামলা আটক ৮, নিহতের দাফন সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে জমি সংত্রুান্ত বিরোধ নিয়ে হেমু-হাউদপাড়া ও শ্যামপুর গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় এখনও অনেকট চাপা ক্ষোপ ও উত্তোজনা বিরাজ করছে। ঘটনাস্থল হরিপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে। এই ঘটনায় আহত চিকিৎসাধীন অন্তত ৮জন কে পুলিশ আটক করেছে বলে পুলিশ জানিয়েছে। এই সংঘর্ষের ঘটনায় নিহত হেমু ভাটপাড়া গ্রামের হাফিজ সালেহ আহমদের লাশ মঙ্গলবার রাতে হেমু মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষ তাহার গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এখন পর্যন্ত একটি পুলিশ এসল্ট মামলা ছাড়া নিহত সালেহ আহমদের পরিবার কিংবা কোন পক্ষ মামলা করেনি।
সকাল থেকে বাজারে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান পাট পরিস্কার করে তাদের ব্যবসা প্রতিষ্ঠার পুনরায় চালু করতে দেখা গেছে। সোমবার ভোর রাতে বাজারের এক খন্ড জমির বিরোধ নিয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ও তার গ্রামের লোকজন এবং হেমু হাউদপাড়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা রফিক আহমদ’র নেতৃত্বে উভয় গ্রামবাসীর মধ্যে ৭ঘন্টা ব্যাপী দফায় দফায় হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মধ্যস্থতা করতে গিয়ে হামলার শিকার হয়ে ঘটনাস্থলে হাফিজ সালেহ আহমদ নিহত হন। সংঘর্ষেও সময় পুলিশের উপর হামলায় পুলিশ বাদী হয়ে একটি এসল্ট মামলা দায়ের করে। তবে সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমদ বলেন, হরিপুর বাজার এলাকার পরিস্থিতি এখন অনেকটা শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহ ৮জন কে আটক করে আদালতে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষ লাশ নিহত‘র পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সংঘর্ষের সময়ে পুলিশের উপর হামলার ঘটনায় একটি পুলিশ এসল্ট মামলা রেকর্ড করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পক্ষরা অভিযোগ দাখিল করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।