সুনামগঞ্জ

সুনামগঞ্জে নদীর তীর উপচে ফসলি জমিতে পানি

টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার দাড়াইন নদীর তীর উপচে পানি ঢোকায় ফসলি জমি ঢুবে গেছে। সোমবার বিকালে শাল্লা সদর ইউনিয়নের মোহনখল্লি থেকে সহদেবপাশা এলাকার নদীর তীরবর্তী নিচু জমিতে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করতে শুরু করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দাঁড়াইন নদীর তীরে শতাধিক কৃষকের জমি রয়েছে। এখানে পানি উন্নয়ন বোর্ড কোনও বাঁধ দেয়নি।

শাল্লা উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান বলেন, ‘বিকালে নদীর পানি উপচে কিছু জমিতে প্রবেশ করেছে। তীব্র বাতাসে নদীর পানি ফুলে উঠছে। এভাবে পানি বাড়তে থাকলে নদীতীরের অনেক জমিতে ঢলের পানি ঢুকবে।’

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাঈয়ুম বলেন, ‘দাঁড়াইন নদীর নিচু অংশে পানি উন্নয়ন বোর্ডের কোনও বাঁধ নেই। এখানে কৃষকরা ঝুঁকি নিয়ে জমিতে চাষবাস করেন। আজ বিকালে পাহাড়ি ঢলের তীব্রতা বেড়ে নদীর পাড় উপচে কিছু জমিতে পানি প্রবেশ করেছে। নদীর পানি কমলে পানি আবার সরে যেতে পারে। যদি না কমে তাহলে আরও কিছু জমিতে পানি ঢুকতে পারে।’

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, ‘এটি বাঁধের বাইরের অংশের জমি। এখানে কোনও বাঁধ নেই, দেওয়া হয় না। নদীতীর সংলগ্ন এলাকা। আজ ১০ বিঘার মতো জমিতে পানি ডুকেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামীকাল আরও কিছু জমিতে পানি ঢুকতে পারে। এখানে কৃষকের এক-দেড়শ’ বিঘা জমি রয়েছে।’

এদিকে, মধ্যনগর উপজেলার সুমেশ্বরী নদীর তীর উপচে গনিয়াকুড়ি হাওড়ের অনেক কৃষকের জমি পানিতে নিমজ্জিত হয়েছে।

Back to top button