সিলেট

সাজাপ্রাপ্ত আসামি সিলেটে করতেন ইমামতি, অতঃপর গ্রেপ্তার

নিউজ ডেস্ক:ময়মনসিংহের জালিয়াত সিলেটে এসে দিব্যি ইমাম আর শিক্ষকতা করতে করতে কাটিয়ে দিলেন পুরো পাঁচ বছর। অতঃপর পুলিশের ফাঁদে ধরা পড়েছেন। এখন তার ঠিকানা শ্রীঘর।

শুক্রবার ধরা পড়ার পর শনিবার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, ময়মনসিংহে তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামি আল আমীন ওরফে রায়হান (৪৫) গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার টাঙ্গাব ইউনিয়নের রৌহা গ্রামের আব্দুল মজিদ ওরফে মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় কয়েকটি প্রতারণা মামলা রয়েছে। গত ৫ বছর ধরে তিনি পলাতক। ২০১৮ ও ২০২০ সালে তিনটি চেক জালিয়াতি মামলায় আদালত তাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। রায়হানের বিরুদ্ধে সম্প্রতি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন আল আমীন ওরফে রায়হান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে একটি মাদ্রাসায় শিক্ষকতা ও একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন। শুক্রবার বাহাদুরপুর গ্রামের শরাফত জামে মসজিদে মুসল্লি সেজে নামাজ পড়ার পর তাকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার (২ এপ্রিল) বিকেলে তাকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দেওয়ান মনিরুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে একজন সাজাপ্রাপ্ত প্রতারকের পেছনে টানা পাঁচ বছর নামাজ আদায় ও তাকে পবিত্র মাদ্রাসায় শিক্ষতায় নিয়োগের ব্যাপারে এখন কোম্পানীগঞ্জের সচেতন মহলে চলছে আলোচনা সমালোচনা। তারা এখন আফসোসের আগুনে পড়ছেন। অনেকে, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কি না এনিয়ে মারাত্মক সন্দিহান হয়ে পড়েছেন। মাদ্রাসা এবং মসজিদ কমিটিতে আল আলীনের বিপক্ষের লোকজন এখন তাকে যারা নিয়োগ দিয়েছিলেন, তাদের নিয়ে ঠাট্টা তামাশায় মেতে উঠেছেন। পাঁচ বছরের নামাজ আবারও (কাজা) আদায়ের পরামর্শ দিচ্ছেন। সচেতন অপর একটি মহল এ নিয়ে অনুশোচনায় ভুগছেন।

তাদের মতে, সিলেটবাসী বরাবরই মানুষের প্রতি সহমর্মী। আর তাই কোন খোঁজ খবর না নিয়েই আল আমীনকে মসজিদের ইমাম ও মাদ্রাসায় শিক্ষকতার মতো দুটি সম্মানজনক পদে আসীন করেছেন। তার ব্যাপারে আরও বেশী খোঁজ খবর নেয়ার প্রয়োজন মনে করেন নি।

তারা মনে করছেন, সিলেটে এমন আরও প্রচুর আল-আমীন হয়ত দেশের বিভিন্ন স্থান থেকে এসে আত্মগোপন করে আছে। মসজিদ মাদ্রাসা বা যেকোন প্রতিষ্ঠানে সিলেটের বাইরের লোকজনকে নিয়োগ দেয়ার ক্ষেত্রে আরও বেশী সতর্কতার প্রত্যাশা ব্যাক্ত করেছেন তারা।

Back to top button