সুনামগঞ্জে বাঁধ ভেঙে হাওরে পানি, ব্যাপক ক্ষতির শঙ্কা

নিউজ ডেস্কঃ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের পাটলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নজরখালী বাঁধ ভেঙে গেছে। এতে পানি ঢুকেছে ২৪ হাজার একর আয়তনের টাঙ্গুয়ার হাওরে। ফলে জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলার কমপক্ষে ৩০টি হাওরের ফসল হানির আশঙ্কা দেখা দিয়েছে। হুমকিতে পড়েছে ৩ হাজার একর জমির ধান।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গুয়ার ওয়াচ টাওয়ারের উত্তর পাশে নজরখালী বাঁধ ভেঙে যায়। এর আগে হাওরের কৃষকরা সাত দিন ধরে স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা করেন।
এদিকে জেলার মধ্যনগর উপজেলার সোমেশ্বরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিতে রয়েছে কুরির হাওর, গোবরিয়া খাল, জামের খাল, চিন্নির হাওরসহ বেশ কয়েকটি হাওর।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, কৃষকদের দাবির মুখে সম্প্রতি টাঙ্গুয়ার হাওরের ৩টি বাঁধ মেরামতের জন্য ৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়, যেন নদীর পানি বাড়লে হাওরে প্রথম ধাক্কায় পানি না ঢোকে।
টাঙ্গুয়ার হাওর টেকসই ব্যবস্থাপনার সাধারণ সম্পাদক আহাম্মদ কবীর বলেন, টাঙ্গুয়ার হাওরের ফসলরক্ষা বাঁধগুলোর মধ্যে অন্যতম নজরখালী বাঁধ। শনিবার সকাল ১০টায় হঠাৎ বেড়িবাঁধটি ভেঙে যায়। স্থানীয় কৃষকরা শত চেষ্টা করেও বাঁধটি আর টেকাতে পারেনি।
টাঙ্গুয়ার হাওরপারের গোলাবাড়ী গ্রামের বাসিন্দা খায়রুল আলম জানান, নদীর পানি এভাবে বাড়তে থাকলে যেকোনো সময় হাওর পানির নিচে তলিয়ে যেতে যাবে। কৃষকরা সাত দিন ধরেও চেষ্টা করে বাঁধটি রক্ষা করতে পারেননি। তাদের চোখের সামনে সোনার ফসল পানিতে ডুবছে।
টাঙ্গুয়ার হাওর পারের রংচী গ্রামের কৃষক আবদুল হালিম জানান, নজরখালী বাঁধটি ভেঙে যাওয়ায় টাঙ্গুয়ার অধিকাংশ হাওরের ফসল পানির নিচে ডুবে যাবে। নিচু জমিগুলোর ধান ঘরে তোলা সম্ভব হবে না। আমার ১৫ একর জমির বোরো ফসল পুরোটাই এখন পানির নিচে। এই দিকে নদীর পানি উপচে যেকোনো সময় আশপাশের হাওরগুলোতেও ঢোকার আশঙ্কা রয়েছে।
কাউহানী গ্রামের কৃষক হেনাবুল মিয়া বলেন, টাঙ্গুয়ার হাওরের আইন্যা কলুমা হাওরে আমার ৫ একর বোরো ফসল রয়েছে। হাওরের পানি ঢোকায় আমার ফসলের অপূরণীয় ক্ষতি হবে।
সুনামগঞ্জ পাউবোর তাহিরপুর উপজেলার দায়িত্বে থাকা কর্মকর্তা আসাদুজ্জামান সেলিম জানান, লতিফপুর হাওরটি পানি উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত নয়। তাই বেড়িবাঁধের কাজ করা সম্ভব হয়নি। হাওরটিকে পানি উন্নয়ন বোর্ডের আওতায় নিয়ে আসার জন্য এক যুগ ধরে দাবি জানিয়ে আসছেন কৃষকরা।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, গত কয়েকদিনের ভারী বর্ষণে নদীর পানি বেড়ে টাঙ্গুয়ার হাওরের নজরখালী বাঁধ ভেঙে গেছে। এর ফলে আনুমানিক ২০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে টাঙ্গুয়ার পারের কৃষকরা এখন সর্বস্বান্ত।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবীর বলেন, নজরখালী বাঁধটি যদিও আমাদের পানি উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত নয়, তবু আমরা প্রাথমিকভাবে পানির ধাক্কা সামলানোর জন্য কিছু বরাদ্দ দিয়েছিলাম। তবে যেকোনো বাঁধের ভাঙন ঠেকাতে আমরা প্রস্তুত রয়েছি।
এদিকে শনিবার সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার সোমেশ্বরী ও উবদাখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গোবরিয়া খালের মুখের বাঁধে বিশাল আকৃতির ফাটল ধরেছে। বাঁধের ফাটল ঠেকাতে স্থানীয়রা বাঁশ ও ছাঁটা দিয়ে শক্ত করে বাঁধ মেরামত করছিলেন। যদি বাঁধটি ভেঙে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে আশপাশের শালদীঘা হাওর, ঠগার হাওর, কাইলানী হাওর ও আটলার হাওরের শত শত হেক্টর জমি।
শালদীঘা হাওরের কৃষক মো. তাজুল ইসলাম বলেন, উবদাখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের গোররিয়া খালের বাঁধে ফাটল দেখা দিয়েছে। যদি বাঁধটি ভেঙে যায় তাহলে শালদীঘা হাওরে হাজার হাজার মণ ধানের ফসল নষ্ট হবে। এমনকি শালদীঘা হাওরের আশপাশের হাওরেও পানি ঢোকবে। বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত না হওয়ায় কৃষকরা নিজেদের উদ্যোগে প্রতিবছর বাঁধটি মেরামত করে। বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পিআইসির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।
মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার বলেন, আমার ইউনিয়নের যে বেড়িবাঁধগুলো ঝুঁকিতে সেখানে বাঁধ টেকানোর জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি। অকাল বন্যার হাত থেকে কৃষকের ফসল রক্ষার জন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান বলেন, গোররিয়া খালের বাঁধে ফাটল দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাঁধে মাটি কাটার জন্য এস্কাভেটর ও ড্রাম ট্রাক পাঠিয়ে কাজ শুরু করেছি। যে বাঁধগুলো পাউবোর আওতায় আসেনি সেগুলোর ব্যাপারে আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর ব্যাপারে আমাদের জানালে দ্রুত ব্যবস্থা নেব।