মৌলভীবাজার

রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন

টাইমস ডেস্কঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার নন্দিউড়া নামক স্থানে দূটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়।

জানা যায় ৩ এপ্রিল (রবিবার) আনুমানিক সকাল ১১,১০ ঘটিকায় রাজনগর উপজেলার নন্দীউড়া নামক স্থানে গাজীপুর -ঠ -১১-০০৫২ ও ঢাকা মেট্র -খ -১২-০৭৭৯ দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে জাকির হোসেন ( পিতা আঃসহিদ ) নিহত হোন এছাড়াও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

ঘটনা স্থলে রাজনগর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে এবং রাজনগর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, এস আই রবিউল হুসাইন ঘটনা স্থল পরিদর্শন করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান।

জানা যায় নিহত ব্যক্তির বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর গুরামারা গ্রামে।

Back to top button