সিলেট

ওসমানীনগরে মাংসের দাম আকাশ চুম্বী, হতাশ ক্রেতারা

নিউজ ডেস্ক-বাজারে এসেই হতাশ হয়েছেন ক্রেতারা। মাছ-মাংসের দাম আকাশ চুম্বি হওয়ায় এক বাজার থেকে অন্য বাজারে ঘুরেও কোথাও স্বস্তি পাননি বাজারে আসা লোকজন।

যার ফলে প্রথম রোজা রাখার জন্য বাজার করতে এসে হতাশ হয়ে ফিরেছেন অনেক ক্রেতা।
মাছ-মাংসের অবিশ্বাস্য দাম হাফিয়ে তুলেছেন ক্রেতাদের। শুক্রবার উপজেলার গোয়ালাবাজারসহ বিভিন্ন মাংসের দোকানে গরুর মাংস বিক্রি হয়েছে কেজিতে প্রতি কেজিতে ৬৫০ টাকা করে। ক্ষেত্র বিশেষে আরো বেশী দামেও বিক্রি হয়েছে গরুর মাংস। এ ছাড়াও বয়েলার মুরগী প্রতি কেজি ১৮০ টাকা বিক্রি হচ্ছে। এ ছাড়াও বাজারে তেমন মাছ না থাকায় মাংসের উপর নির্ভর করতে হচ্ছে ক্রেতাদের।

শুক্রবার গোয়ালা বাজারে দেখা যায়, মাংসে দোকান গুলোতে মাংস রয়েছে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫০ টাকা দরে। তবে হাড় ছাড়া নিলে মূল্য আরো বেশী দিতে হবে। মাংস ক্রয় করতে আসা শিপু মিয়া জানিয়েছেন, মাংসের এমন মুল্য কল্পনারও বাইরে। গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা জীবনে প্রথম বার দেখলাম। বাজারে তেমন মাছ না থাকায় বাধ্য হয়েই গরুর মাংস নিলাম।

মাংসের বাজারে নির্ধারিত কোন মূল্য নেই। যে যেভাবে পারে সেভাবেই হাতিয়ে নিচ্ছেন। গরুর মাংস কেউ বিক্রি করছেন প্রতি কেজি ৬৫০টাকা, কেউ বিক্রি করছেন ৭০০ টাকা। ভ্রাম্যমান আদালত বাজার গুলোতে একটু তৎপর হলে একটু কম দামে বিক্রি হবে। প্রথম দিন রোজা রাখব কিন্তু বাজারে এসে কোন স্বস্তি পেলাম না।

Back to top button