বড়লেখা

প্রান্তিক অঞ্চলে প্রাণের বই মেলা

আশফাক জুনেদ, বড়লেখাঃ মৌলভীবাজারের প্রান্তিক উপজেলা বড়লেখায় দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে নজরুল একাডেমি বড়লেখা চতুর্থ বারের মতো এই বই মেলার আয়োজন করে। সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মেলা। বই মেলা উপলক্ষে লেখক, পাঠক আর দর্শনার্থীদের ভিড়ে মুখোরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। দিন ব্যাপি উৎসব আমেজে সম্পন্ন হয় বই মেলা। এদিন বই মেলা উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধা সম্মাননা।

সকালে বই মেলার উদ্বোধন করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সভাপতি ও বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন।

উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমির উপদেষ্টা ও বইমেলার সমন্বয়ক জুনেদ রায়হান রিপন।

বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সধারণ সম্পাদক তাইসির মাহমুদ, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক গোপাল দত্ত, কাউন্সিলর রেহান পারভেজ রিপন, উপজেলা স্কাউট সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংবাদিক লিটন শরিফ প্রমুখ।

বইমেলা উপলক্ষে জুনেদ রায়হান রিপন ও তপন কুমার দাসের সম্পাদনায় আলোকরেখা নামে একটি সাময়িকী প্রকাশ করা হয়েছে। এদিন স্থানীয় লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়৷

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলায় এসেছেন। তারা মেলার স্টল ঘুরে ঘুরে দেখছেন এবং বই কিনছেন। । লেখক, পাঠক, দর্শনার্থী আর সর্বস্তরের মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। কেউ নিজের জন্য বই কিনছেন আবার কেউ প্রিয়জনকে বই উপহার দিচ্ছেন। স্থানীয় লেখকদের উৎসাহ দিতে পাঠকরা তাদের বই কিনছেন। তারাও হাসিমুখে অটোগ্রাফসহ পাঠকদের হাতে বই তুলে দিচ্ছেন। অনেকে প্রিয় লেখকের সাথে ছবি তুলছন। দিন ব্যাপি এমন উৎসব উদ্দিপনায় চলে বই মেলা৷

এদিন বিকেলে মুক্তিযুদ্ধে অবদান রাখায় বড়লেখা উপজেলার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। সম্মাননাপ্রাপ্তরা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সিরাজুল ইসলাম (মরণোত্তর), আসম আব্দুল মন্নান (মরণোত্তর), শফিউর রহমান শফিকুর (মরণোত্তর) ও জহির উদ্দিন (মরণোত্তর) এবং ফনি চন্দ্র শীল। এছাড়াও বৃক্ষরোপণের জন্য বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনকে সম্মাননা দেওয়া হয়েছে।

বই মেলা উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত মেলায় আগত ২৭০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করে দেয় তারা৷

এ বিষয়ে নজরুল একাডেমির উপদেষ্টা ও বইমেলার সমন্বয়ক জুনেদ রায়হান রিপন বলেন, ২০১৯ সাল থেকে আমরা বইমেলার আয়োজন করছি। এবার বইমেলা উপলক্ষে আমরা আলোকরেখা নামে একটি সাময়িকী বের করেছি। এতে আমরা বড়লেখার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি। যাতে ভবিষ্যতে নতুন প্রজন্ম এই অঞ্চলের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে। আমরা এই বইমেলা ধারাবাহিক চালিয়ে যাবো।

Back to top button