মৌলভীবাজার

মৌলভীবাজারে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষ, প্রকৌশলী নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৌলভীবাজার সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম নিহত হয়েছেন।

শনিবার (২৬ মার্চ) রাত ৯ টার দিকে ৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সামনে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম রশিদ।

তিনি জানান- প্রাইভেটকার ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে উপ-সহকারী প্রকৌশলী (সড়ক উপ-বিভাগ শ্রীমঙ্গল) মাসুদ রানা গুরুতর আহত অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সড়ক বিভাগ, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন রাত ১টায় জানান- প্রাইভেটকারটি মৌলভীবাজারের দিকে অগ্রসর হচ্ছিল। প্রাইভেটকারে দুইজনই ছিলেন। সেটি ড্রাইভ করছিলেন উপ-সহকারী প্রকৌশলী (সড়ক উপ-বিভাগ শ্রীমঙ্গল) মাসুদ রানা। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে নিয়ে একটি আম্বুল্যান্স সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পথে রওয়ানা হয়েছে।

তবে কিভাবে ঘটনাটি ঘটেছে তা জানাতে পারেননি তিনি।

Back to top button