সিলেট
সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটঃ একদিনের সফরে সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। আগামী ২৭ মার্চ (রবিবার) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন মন্ত্রী।
বিমানবন্দর থেকে বের হয়ে পররাষ্ট্রমন্ত্রী নগরীর আম্বরখানা সরকারি কলোনি খেলার মাঠ পরিদর্শন করে বিকাল সোয়া ৫টার দিকে ধোপাদিঘীরপাড়ে নির্মাণাধীন ওয়াকওয়ে পরিদর্শন করবেন।
পরে বিকেল সাড়ে ৫টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক উপহারের চেক বিতরণ করবেন।
সন্ধ্যায় ৭টার দিকে শাহপরাণ মাজার গেটের উদ্বোধন শেষে রাত ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন।