মৌলভীবাজার

কমলগঞ্জে ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর নেপথ্যে স্থানীয় মেম্বার!

রিপন দে, মৌলভীবাজার- মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে ইয়াবা রেখে এক ফার্মেসি মালিককে ফাঁসানোর চেষ্টার অভিযোগে এলাকাবাসীর হাতে কমলগঞ্জ থানার দুই এসআই আটকের খবর পাওয়া যায় শনিবার রাতে।

অভিযুক্ত পুলিশ সদস্যদের দাবি, তারা ইয়াবা রাখেননি। আগে থেকেই ফার্মেসিতে ইয়াবা ছিল।

অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ সবার দাবি এই ব্যবসায়ী নিরীহ মানুষ। তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকতে পারেন না।

প্রশ্ন উঠেছে কীভাবে ফার্মেসিতে ইয়াবা এলো। উত্তর জানতে দুদিন অনুসন্ধান করেছে নিউজবাংলা।

অনুসন্ধানে পুলিশ কিংবা ব্যবসায়ী কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। ঘটনাটি ঘটিয়েছে তৃতীয় পক্ষ। যার উদ্দেশ্য ছিল ব্যবসায়ীকে ফাঁসানো।

কী ঘটেছিল সেদিন

ব্যবসায়ী স্বপন কুমার সিংহ বলেন, ‘শনিবার সন্ধ্যার পর কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম এবং কনস্টেবল আফসার আহমেদ আমার ফার্মেসিতে আসেন। তাদের দাবি, আমার দোকানে নাপা সিরাপের ভেতর ইয়াবা আছে। এরপর তারা খুঁজতে থাকেন। একপর্যায়ে একটি নাপা সিরাপের ভেতর থেকে ইয়াবা এবং নিষিদ্ধ কিছু ট্যাবলেট বের করেন তারা। আমি তো দেখে অবাক, কীভাবে আসল এই ট্যাবলেট।

‘আমি তাদের বলি, কীভাবে আসল জানি না। তবে আমি রাখিনি, আমি এসবের সঙ্গে জড়িত নই। হয়তো আপনারাই রাখছেন। তখন পাশে আরও মানুষ ছিল। একপর্যায়ে তারা আমাকে চাপ দেন দায় স্বীকারের জন্য। কিন্তু যা করিনি তা স্বীকার করব কীভাবে। পরে আশপাশের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ এসে পুলিশ সদস্যদের ঘিরে রাখেন। পরে এসআই হারুণসহ আরও দুজন পুলিশ সদস্য আসেন। তারা উপস্থিত জনতাকে জানান, পরে তদন্ত করে দেখা হবে। এরপর তারা চলে যান।’

ব্যবসায়ী স্বপন কুমার জানান, তিন দিন আগে একটি বাচ্চা নাপা সিরাপ কেনে। ৩০ মিনিট পর সিরাপ ফেরত দেয়। সেই বাচ্চাকে তিনি চেনেন না।

অভিযুক্তদের ভাষ্য

ফার্মেসিতে অভিযান চালানো এসআই সিরাজুল ইসলামের সঙ্গে তিনবার কথা বলেছে নিউজবাংলার। একপর্যায়ে তিনি স্বীকার করেন এক সোর্সের মাধ্যমে জানতে পারেন যে এই ব্যবসায়ীর দোকানে নাপা সিরাপের ভেতর ইয়াবা আছে। এ তথ্য জানার পর ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। এরপর ওসি যাচাই-বাছাই করতে বলেন।

সিরাজুল বলেন, ‘আমি ওসি স্যারকে বলে সন্ধ্যার পর এই ফার্মেসিতে যাই। তখন আরও চারজন মানুষ উপস্থিত ছিলেন। তাদের সামনে সার্চ করে সোর্সের কথামতো নাপা সিরাপের ভেতর ইয়াবা পাই।

‘যে সোর্স আমাকে তথ্য জানিয়েছিলেন তিনি এই এলাকার মেম্বার মনির আলী। একজন জনপ্রতিনিধি যখন এমন খবর দেন, আমরা তা গুরুত্ব দিয়েই দেখি। এই জনপ্রতিনিধি আমাকে আগেই জানান যে নাপা সিরাপের ভেতর ইয়াবা আছে।’

এসআই বলেন, ‘একপর্যায়ে স্থানীয়রা ব্যবসায়ী ভালো মানুষ এবং তাকে ফাঁসানো হয়েছে দাবি করে উত্তেজিত হয়ে ওঠেন। আমরা তাদের আশ্বস্ত করি যে তদন্ত করে দেখা হবে এবং তাদেরকে সান্ত্বনা দিয়ে চলে আসি।’

এ ঘটনায় অভিযোগ ওঠা আরেক এসআই হারুন অর রশীদ চৌধুরী বলেন, ‘বিষয়টি ভুল বোঝাবুঝি। আমি পাশের একটি গ্রামে আসামি ধরতে যাই। ফেরার পথে দেখি এই ফার্মেসির ভেতর আমাদের একজন অফিসার এসআই সিরাজুল ইসলাম এবং বাইরে প্রচুর মানুষ। বিষয়টি বুঝতে আমি ভেতরে গিয়ে দেখি একটি অভিযোগ যাচাই করতে আমার সহকর্মী এখানে আছেন। পরে উত্তেজিত জনতাকে বোঝানোর জন্য আমি বক্তব্য দিই যা বিভিন্নজন রেকর্ড করেন। মানুষকে বুঝিয়ে আমরা চলে আসি। যখন আমার কোনো সহকর্মী কল দেবে, আমাকে যেতেই হবে।’

কী বলছেন ইউপি মেম্বার

এ বিষয়ে পাশের রাব্বি ফার্মেসির মালিক ও স্থানীয় ইউপি মেম্বার মনির আলী বলেন, ‘আমি এ রকম কোনো তথ্য পুলিশকে দিইনি। এসআই সিরাজের সঙ্গে আমার কোনো কথাই হয়নি। যখন ঘটনা ঘটে আমি তখন রোগী দেখতে ছিলাম। চিল্লাচিল্লি শুনে আমি যাই।’

আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘স্বপন আমার জানামতে ভালো মানুষ। তিনি আদমপুর বাজারে ছোট একটি ফার্মেসির ব্যবসা করেন।’

এ ঘটনার তদন্ত শেষে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল (চালক) হাজি আফসার উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার রাতে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় থেকে অফিস আদেশে তাদের থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেছেন।\

সুত্রঃ নিউজ বাংলা

Back to top button