মৌলভীবাজার

কমলগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্কুল পড়ুয়া এক চা শ্রমিক কন্যার রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

জানাযায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের পারোয়াবিল সাওতাল পল্লীর চা শ্রমিক প্রেমলাল সাঁওতালের কন্যা মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রিতা সাঁওতাল (১৪) সোমবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টায় হঠাৎ অসুস্থ হয়ে বমি করতে থাকে।

তখন পরিবারের সদস্যরা তাৎক্ষনিকভাবে শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মুত্যু ঘটে।পরিবারের সদস্যরা শিক্ষার্থী মারা যাওয়ায় আবারো বাড়ি ফিরে আসেন। স্কুলছাত্রী মৃত্যুটি রহস্যজনক বলে স্থানীয় বাসিন্ধরা কানা ঘোষা করতে থাকেন।

এদিকে পরিবারের সদস্যরা হাসপাতাল বা আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়েই লাশের সৎকারের চেষ্টা করেন।

স্থানীয় বাসিন্ধাদের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি অবগত হয়ে ২২ মার্চ দুপুরে শ্রীমঙ্গল র‌্যাব ৯ এবং কমলগঞ্জ থানার পুলিশ সদস্যরা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে বিকাল ৪টায় কমলগঞ্জ থানা পুলিশ স্কুল ছাত্রীর লাশের ময়না তদন্তে জন্য পরিবারের কাছ নিয়ে এসে মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।

কমলগঞ্জ থানার এসআই পবিত্র লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।

Back to top button