মৌলভীবাজার

রাজনগরে কনের বাড়ীতে প্রবেশের আগেই প্রেমিকার মামলায় প্রেমিক বর গ্রেফতার

নিউজ ডেস্কঃ  মৌলভীবাজারে জেলার রাজনগরে কনের বাড়ীতে প্রবেশের আগেই প্রেমিকার করা ধর্ষনের মামলায় প্রেমিক বরকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে পুরো জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শামিম আহমদ (২৬)। তিনি একজন কাতার প্রবাসী। শামিম উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে। সোমবার (২১ মার্চ) উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামিম আহমদের সঙ্গে ১২ বছর আগে থেকেই গ্রামের এক তরুণীর সম্পর্ক চলে আসছিল। সেই সুবাদে উভয়ের মধ্যে শারীরিক সম্পর্কও হয় বলে দাবি করেছেন অভিযোগকারী প্রেমিকা। কিন্তু বিয়ে হওয়ার আগেই শামিম প্রবাসে চলে যান। সাত বছর পর দেড় মাস আগে কাতার থেকে দেশে আসেন তিনি। সাত বছর পর দেশে এসে শামিমের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়। সোমবার বর সেজে শামিম যখন কনের বাড়ির দিকে যাত্রা শুরু করেন ঠিক তখনই তার আগের প্রেমিকা থানায় লিখিত অভিযোগ নিয়ে হাজির হন। অভিযোগ পেয়ে রাজনগর থানার পুলিশ কনের বাড়ির গেট থেকে বরকে আটক করে।

থানায় অভিযোগকারী তরুণী গনমাধ্যমকে বলেন, শামীম আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। কিন্তু এখন দেশে এসে আমাকে বিয়ে না করে অন্য জায়গায় বিয়ে করতে যাচ্ছে। তাই আমি থানায় অভিযোগ দায়ের করেছি। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই। এ ব্যাপারে পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চানা বলেন, ভুক্তভোগী মেয়েটি দাবি করেছে ১২ বছর ধরে তাদের সম্পর্ক। তবে এ ব্যাপারে আগে সে কাউকে জানায়নি। তার অভিযোগের ভিত্তিতে বিয়ের দিন বরকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে বরকে আটক করে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button