সিলেট

সিলেটে এনটিভি’র প্রতিনিধি মারুফকে অপহরণের চেষ্টা, আটক ২

টাইমস ডেস্কঃ বেসরকারি টেলিভিশন এনটিভি’র সিলেট প্রতিনিধি ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক মারুফ আহমদকে অপহরণের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে সুনামগঞ্জের ছাতক থেকে রাজু ও শামীম নামের দুই আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী মাহমুদ।

এর আগে সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার ব্ল-ওয়ার্টারের আন্ডারগ্রান্ড থেকে ৩ যুবক সাংবাদিক মারুফকে অপহরণের চেষ্টায় চালায়। এসময় ওই ৩ যুবক মারুফকে মারধর করে নগদ অর্থ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। পরে মার্কেটের ব্যবসায়ীরা এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে সাংবাদিক মারুফ আহমদ বলেন, ব্লু-ওয়ার্টারের আন্ডারগ্রাউন্ডে মোটরসাইকেল পার্কিং করার সময় হঠাৎ করে ৩ যুবক মিলে তার উপর হামলা করে তাকে অপহরণের চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।

তিনি বলেন, লোকজন এগিয়ে আসলে ওই তিন যুবক আমার মানিব্যাগ, নগদ সাতানব্বই হাজার টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। যাবার সময় আমাকে সুযোগে পেলে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। হামলার পুরো ঘটনা ব্লু-ওয়ার্টা মার্কেটের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে।

এদিকে সাংবাদিক মারুফকে অপহরণের চেষ্টার ঘটনায় তাৎক্ষণিক ইমজা’র পক্ষ থেকে জরুরি সভা আয়োজন করে ঘটনার নিন্দা জানানো হয়। পরে সভার সিদ্ধান্তক্রমে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইলেকট্রনিকস মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজার) সিলেটের সিনিয়র সহসভাপতি দিগেন সিংহ।

Back to top button