সিলেট

সিলেটে সোমবার তিন পদে নেতা নির্বাচন করবে বিএনপি

নিউজ ডেস্কঃ  কেন্দ্রের দেওয়া নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা বিএনপির কাউন্সিল হবে নতুন নিয়মে। আর মাত্র একদিন পর ২১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল। এদিন জেলা বিএনপির নেতৃত্বে কে আসছেন তা ঠিক হবে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে।

এদিকে জেলা বিএনপির সভাপতি পদে লড়তে যাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। একেবারে শেষ মুহূর্তে তিনি প্রার্থী হওয়ায় পাল্টে গেছে সকল হিসাব-নিকাশ। দ্বিবার্ষিক সম্মেলন সফলে দলীয় নেতাকর্মীরা দিন-রাত প্রস্তুতি নিচ্ছেন।

এদিন হবে দ্বিবার্ষিক সম্মেলনও। সম্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ বিএনপি নেতা। এই শীর্ষ তিন পদে নেতৃত্ব নির্বাচনে বিএনপির নির্দেশনা অনুযায়ী হবে গোপন ভোট। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপি সিলেট জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল গাফফার।

তিনি জানান, আগামী ২১ মার্চ (সোমবার) অনুষ্ঠিতব্য সিলেট জেলা শাখার কাউন্সিলে সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আরিফুল হক চৌধুরী, আবুল কাহের চৌধুরী (শামীম) ও আব্দুল কাইয়ুম চৌধুরী।

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, আলী আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মো. আব্দুল মান্নান, কামরুল হাসান চৌধুরী শাহীন, আ. ফ. ম. কামাল ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, মো. লোকমান আহমদ, এম মুজিবুর রহমান মুজিব অ্যাডভোকেট, শাকিল মোর্শেদ ও মো. শামীম আহমদ।

যদিও সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৫ পদে নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু কেন্দ্রের নির্দেশনায় বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জেলা বিএনপি সিদ্ধান্ত নেয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৩ পদে নির্বাচন হবে। এই ৩ পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা বৃস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা বিএনপির সভাপতি পদে লড়তে যাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তার পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন বোর্ডের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। একেবারে শেষ মুহূর্তে তিনি প্রার্থী হওয়ায় পাল্টে গেছে সকল হিসাব-নিকাশ।

আরিফুল হক চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। তিনি মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। একসময় তিনি নেতৃত্ব দিয়েছেন সিলেট মহানগর থেকে কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতেও।

সভাপতি পদে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য আবুল কাহের চৌধুরী শামীম এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী।

কাউন্সিলকে কেন্দ্র করে গত ১৬ মার্চ সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সভাপতি, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৫টি পদে মনোনয়নপত্র কেনেন জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩০ জন নেতা। তবে কেন্দ্রীয় বিএনপির ১৭ মার্চ নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত উল্লিখিত ৩টি পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন বোর্ডের সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট হবে। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ তিন নেতা সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নতুন সিদ্ধান্তের পর সিনিয়র সহসভাপতি ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা আর মনোনয়নপত্র জমা দেননি।

উল্লেখ্য, আগামী ২১ মার্চ সিলেট নগরীর ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলন সফলের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা বিএনপি। কাউন্সিলে কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Back to top button