বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার থেকে সরকারি কর্মচারীর চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক- বিয়ানীবাজার উপজেলা প্রাঙ্গন থেকে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মচারীর মোটরবাইক চুরির দুই দিনের মাথায় দুই পেশাদার চোরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। গতকাল শুক্রবার সিলেটের চৌহাট্টা থেকে এক গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি বিশেষ দল মোঃ ফয়েজ তালুকদার (৩০) শুক্কুর মিয়া(২৫) কে আটক করে। আটককৃত দুই চোরের মধ্যে মোহাম্মদ ফয়েজ তালুকদারের বাড়ি সুনামগঞ্জ জেলায় এবং অপর চোর শুক্কুর মিয়ার বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায়৷এছাড়া গ্রেপ্তার হওয়া অন্য আরেকজন হচ্ছে  বালাগঞ্জের তালতলা গ্রামের নেওয়াজের ছেলে আলী হাসান (১৭)।

চুরির বিষয়টি চোরচক্র স্বীকার করেছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়। এ দিকে দুই দিনের মাথায় চুরি হওয়া মোটরবাইক উদ্ধার হওয়ায় থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান বলেন, গত বুধবার বিয়ানীবাজার উপজেলা প্রাঙ্গন থেকে আমাদের অফিসের মোটরসাইকেলটি চুরি হয়। এতো দ্রুত সময়ের মধ্যে এটি উদ্ধার হবে ভাবতে পারিনি থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, গত ১৬ মার্চ বুধবার বিয়ানীবাজার উপজেলা প্রাঙ্গন থেকে বিকালে হিরো ব্যান্ডের হাঙ্গ ১৫০ সিসি মোটরসাইকেলটি চুরির ঘটনা ঘটে। স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মচারীর দেয়া ভাষ্যমতে তিনি গাড়িটে রেখে অফিসে যান কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান গাড়িটি চুরি হয়ে যায়।

Back to top button