মৌলভীবাজার

শ্রীমঙ্গলে বাসা থেকে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিজ বাসা থেকে ঝর্ণা কুর্মী নামে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার সুরভীপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় ঝর্ণা কুর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ঝর্ণা স্বামী সন্তান নিয়ে শহরের এই বাসায় ভাড়া থাকতেন।

ঝর্ণার স্বামী সঞ্জয় কুর্মী বলেন, ‘আমি সকালে ঝর্ণাকে বাসায় রেখে শহরে আসি। দুপুরে খবর পাই সে আত্মহত্যা করেছে। বাসায় গিয়ে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।’

তবে ঝর্ণার চাচা পলাশ কুর্মী অভিযোগ করে বলেন, ‘ঝর্ণাকে মেরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর বিচার চেয়ে থানায় মামলা করব।’

শ্রীমঙ্গল থানার এসআই সিরাজুল ইসলাম জানান, ‘পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে এটা আত্মহত্যা। তবুও আমরা তার স্বামী সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।’

Back to top button