সিলেট

সিলেটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নিউজ ডেস্ক- সিলেটের কোম্পানীগঞ্জে ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজুর বিরুদ্ধে আদায়কৃত হোল্ডিং ট্যাক্সের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন তার পরিষদের ৮ জন সদস্য।

অভিযোগকারীরা হলেন- ইউপি সদস্য মো. ইল্লাছুর রহমান, মো. শাইস্তা মিয়া, রিপন সরকার, মো. সাইদুর রহমান, মো. তেরা মিয়া, মো. নেছার আহমদ, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. জাহানারা বেগম ও ঝর্ণা।

অভিযোগে জানা যায়, নিয়মবহির্ভূতভাবে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু একক সিদ্ধান্তে নওগাঁ জেলার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের সব ওয়ার্ড থেকে প্রায় ৬ লাখ টাকা এবং প্রত্যেক থানা প্রধানের কাছ থেকে ট্যাক্স আদায় পাশবহি বাবদ ৩০ টাকা করে আরও প্রায় ৬ লাখ টাকা উত্তোলন করেন। কিন্তু ইউপি চেয়ারম্যান উত্তোলিত টাকা পরিষদের অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন। অভিযোগকারীরা চেয়ারম্যানকে চাপ দিলে তিনি গড়িমসি করছেন বলে জানান।

ইউপি সদস্য মো. শাইস্তা মিয়া বলেন, এ বিষয়ে সমন্বয় সভায় আলোচনা হয়েছে। কিন্তু চেয়ারম্যান সাহেব আমাদের ট্যাক্স আদায় সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব উড়িয়ে দেন। উনি একক সিদ্ধান্তে ট্যাক্স উত্তোলন করেছেন।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজুর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এমনকি খুদেবার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান সংবাদমাধ্যমকে বলেন, মেম্বার সাহেবরা আসছিলেন। বিষয়টি দেখার জন্য ইউএনওর কাছে পাঠিয়ে দিয়েছি।

কোম্পানীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং জানান, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে শিগগিরই প্রতিবেদন দেব।

Back to top button