সিলেটের ফুটবলার তাজের স্বপ্ন বড় ভাইয়ের মত জাতীয় দলে খেলা

নিউজ ডেস্ক- বড় ভাই সাদ উদ্দিন, ছোট ভাই তাজ উদ্দিন। দু’জনের নামের উচ্চারণ শুনতে একইরকম আবার চেহারাতেও রয়েছে বেশ মিল। দু’জনই আবার পেশাদার ফুটবলার। বড় ভাই জাতীয় দলকে গত কয়েক বছর ধরে নিয়মিত সার্ভিস দিচ্ছেন (যদিও কাবরেরার দলে জায়গা হয়নি সাদের)।
আর ছোট ভাই গতকাল পেশাদার ফুটবল জগতে পা দিয়ে নতুন এক অধ্যায় শুরু করেছেন। ১৯ বছরের তাজ কাল কিংসের বিপক্ষে সাইফের জার্সিতে প্রথমবারের মত দেশের শীর্ষ পর্যায়ের ম্যাচ খেলার সুযোগ পান। ৬৬ মিনিটে মেরাজ হোসেন অপির বদলি হিসেবে অভিষেক ম্যাচ খেলতে মাঠে নামেন সিলেটের এই প্রতিভাবান ফুটবলার। যদিও প্রথম ম্যাচে কোনো গোল বা অ্যাসিস্টের দেখা পাননি তাজ। তার দলও হেরেছে ৪-৩ গোলে।
বড় ভাই সাদকে দেখেই ফুটবলে আসা তাজের। সাদ উদ্দিনের মত লাল-সবুজের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন নিয়েই নিজেকে প্রস্তুত করছেন জানান এই মিডফিল্ডার,’পেশাদার ফুটবল লিগে খেলতে পেরে আমি খুব আনন্দিত। বড় ভাইকে দেখেই আমার ফুটবলের প্রতি আগ্রহ বাড়ে, তার কারণেই আমার ফুটবলে আসা। আমার স্বপ্ন ভাইয়ের মত আমিও বাংলাদেশ জাতীয় দলে খেলবো। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। ‘
২০১৭ সালে পাইওনিয়র ফুটবল লিগ দিয়ে যাত্রা শুরু তাজ উদ্দিনের। এরপর সুযোগ পান বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ বয়সভিত্তিক দলে। সেখান থেকে সাইফ স্পোর্টিং ক্লাবের যুব দলে যোগ দিয়ে অনুর্ধ্ব-১৮ প্রিমিয়ার লিগ খেলেন তাজ। সাইফের যুব দলে নিজেকে প্রমাণ করে এবছর মূল দলে জায়গা করে নিয়েছেন এই মিডফিল্ডার।