সিলেটে ছেলেকে অপহরণের দাবি করে আইনজীবীরা সাথে প্রতারণা

নিউজ ডেস্কঃ অদ্ভূত এক প্রতারকের খপ্পড়ে পড়েছেন সিলেটের এক আইনজীবী। তবে নিজের বুদ্ধিমত্তায় বেঁচে গেছেন তিনি। এ ব্যাপার সিলেট কতোয়ালি থানায় সাধারণ ডায়রিও করেছেন সিলেট জেলা বারের আইনজীবী মো. জালাল উদ্দিন।
জালাল উদ্দিন বলেন, মঙ্গলবার আমি একটি মামলায় আদালতে শুনানিতে অংশ নিচ্ছিলাম। এসময় বেলা সাড়ে ১১ টার দিকে আমার মোবাইল ফোনে অপরিচিত একটি নাম্বার থেকে কল আসে।
ওই নাম্বার থেকে কল করে অপরিচিত এক ব্যক্তি বলেন, ‘আমার ছেলে তাদের হেফাজতে রয়েছে। ছেলেকে ছাড়িয়ে নেওয়ার জন্য টাকাও দাবি করা হয়।
জালাল উদ্দিন বলেন, এসময় আমি তার পরিচয় ও অবস্থান জানতে চাইলে -‘ছেলের সঙ্গে কথা বল’ বলে ফোনটি আরেকজনের কাছে দেয়। এসময় ফোনের অপর প্রান্ত থেকে আমার ছেলের কণ্ঠের মতো একটি কণ্ঠে কান্না করে বলা হয়- ‘আব্বু আমাকে উদ্ধার করতে হলে ওই ফোনে কথা বলে তাদের কথা মতো টাকা দিয়ে দাও’।
জালাল উদ্দিন বলেন, এরপর আমি যে ফোন করেছিলো তাকে বলি- দুইমিনিট পর জানাচ্ছি। এই কথা বলে আমি কল কেটে দিয়ে বাসায় কল দেই। তখন জানতে পারি আমার ছেলেমেয়েরা বাসাতেই রয়েছে।
এরপর ওই নাম্বারে একাধিকবার কল দিলেও কেউ রিসিভ করেনি। তখন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আমি থানায় জিডি করি।
নিজে তিন সন্তানের জনক উল্লেখ করে জালাল উদ্দিন বলেন, আমার ছেলে ব্লু বার্ড স্কুলের নবম শ্রেণিতে, এক মেয়ে ওই স্কুলের দশম শেনীতে ও আরেক মেয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজে পড়ে।
জালাল উদ্দিনকে কল দেওয়া ০১৭৩১২৫৭৪১৭ নাম্বারে মঙ্গলবার রাতে একাধিকবার কল দিলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
সাধারণ ডায়রির বিষয়টি নিশ্চিত করে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।