বড়লেখা

দৌলতপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতার দুই নাতিকে মাদ্রাসা কর্তৃপক্ষের সম্মাননা

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা মছদ্দর আলী’র নাতি দৌলতপুর ওয়েল ফেয়ার ট্রাস্টের অন্যতম সদস্য লন্ডন প্রবাসী আতিকুর রহমান ও ওয়াহিদুর রহমান মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও হিফজ শাখা পরিদর্শন করেছেন।

সোমবার দুপুরে মাদ্রাসা কর্তৃপক্ষের আমন্ত্রণে তারা মাদ্রাসা পরিদর্শনে করেন । এসময় তারা মাদ্রাসার সকল বিষয়ে সার্বিক খোঁজ খবর নিয়ে আজীবন দাতা সদস্য হওয়ার জন্য মাদ্রাসায় এক লক্ষ টাকা এবং হিফজ বিভাগের একজন ছাত্রের লেখা পড়ার খরচ দেওয়ার আশ্বাস প্রদান করেন। পরে মাদ্রাসায় আগমন উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে তাদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর প্রবীণ মুরব্বি বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দীন পংকি, মাদ্রাসার অধ্যক্ষ মিছবাহ উদ্দীন, সাংবাদিক কাজি রমিজ উদ্দিন ও সুহেল আহমদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এর আগে সকালে দীর্ঘ ২৫ বছর পর দেশে আসায় ওয়াহিদুর রহমানকে এবং আতিকুর রহমানকে সংবর্ধনা প্রদান করে দৌলতপুর পূর্ব গোষ্ঠী। এসময় গ্রামের যুবক ও মুরব্বিরা উপস্থিত ছিলেন।

Back to top button