জুড়ী
জুড়ীতে ইয়াবাসহ যুবক আটক

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের জুড়ীতে ৩৪ পিছ ইয়াবাসহ সাহেদ আহম্মদ নামে এক যুবককে রবিবার (১৩ মার্চ) রাতে আটক করেছে জুড়ী থানা পুলিশ।
বর্তমানে সে জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের হালগড়া গ্রামে বাস করলেও তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা থানার লাউয়াই (বরইকান্দি) গ্রামে। তার পিতার নাম জমির আলী।
পুলিশ জানায়, রোববার রাতে পুলিশ উপজেলার ভূয়াই বাজার এলাকায় চেকপোস্ট করছিল। তখন সাহেদকে আটক করে তল্লাশী করা হয়। এসময় তার নিকট ৩৪ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, সাহেদ পেশাদার ইয়াবা ব্যবসায়ী। সে সিলেট থেকে ইয়াবা এনে জুড়ী থানা এলাকায় বিক্রি করতো। তার বিরুদ্ধে জুড়ী থানায় মামলা (নং- ০৫, তারিখ- ১৪.৩.২২) দিয়ে তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।