সিলেট

কাল সিলেট আসছেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

নিউজ ডেস্ক- ৪ দিনের সফরে সিলেটে আসছেন সাবেক অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মাল আব্দুল মুহিত।

আগামীকাল মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিলেট পৌঁছাবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আবুল মাল আব্দুল মুহিতের ছেলে ও সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত।

তিনি বলেন- দীর্ঘদিন ধরে সিলেটে আসার ইচ্ছাপোষণ করছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কিন্তু উনার শারীরিক অবস্থা ও করোনা পরিস্থিতির কারণে তাঁকে নিয়ে সিলেটে আসা হচ্ছিল না। এখন উনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় চারদিনের সফরে কাল সিলেট আসছেন তিনি।

Back to top button