মৌলভীবাজার
কমলগঞ্জে তেল মজুদের দায়ে জরিমানা

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার ( ১২ মার্চ ) দুপুর ২টায় উপজেলার ভানুগাছ বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক।
অভিযানকালে ভানুগাছ বাজারের একটি দোকানের গোডাউনে অবৈধভাবে ৩ হাজার লিটার ভোজ্যতেল মজুদের দায়ে সুসঞ্জিত নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা আশেকুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যারা ভোজ্যতেলের সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে অভিযান চলবে।