সিলেট

দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে!

টাইমস ডেস্কঃ সর্বোচ্চ তাপমাত্রার চুড়ায় অবস্থান করছে সিলেট। গেল সপ্তাহের অধিকাংশ দিনগুলোতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় সিলেটে। শুক্রবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সিলেটে। এটাই ছিল শীত মওসুম শেষে ফাল্গুনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। ফাল্গুনের দিনে সিলেট জুড়ে চৈত্রের গরম অনুভুত হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির দিক থেকে সিলেটে এগিয়ে রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

শুধু সিলেট নয়, সারাদেশে মাঘের শেষের দিকে শীত যেমন ঝেঁকে বসেছিল প্রকৃতির উপর, ঠিক তেমনই ফাল্গুন মাসের শেষে এসে প্রকৃতি জানান দিচ্ছে তাপমাত্রা বাড়ার বার্তা। এরই মধ্যে বিদায় নিয়েছে কুয়াশায় মোড়া শীতের সকাল। সেইসাথে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। যা রূপ নেবে মৃদু তাপপ্রবাহে।

আগামী ১৫ মার্চের পর থেকেই সেই মৃদু তাপপ্রবাহ বা গরমের দেখা মিলতে পারে বলে জানিয়েছে ঢাকা আবহাওয়া অফিস। মার্চে তাপমাত্রা ৩৬ ডিগ্রি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা জানাচ্ছেন আবহাওয়বিদরা।

এদিকে গত মঙ্গলবার (৮ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে। বুধবার (৯মার্চ) ৩৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ রেকর্ড হয় সিলেটে। এছাড়া বৃহস্পতিবার (১০ মার্চ) সিলেটে রেকর্ড হয় ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ শুক্রবার (১১ মার্চ) সিলেটে রেকর্ড হয় চলতি মওসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, ১৫ মার্চ পরে তাপমাত্রা ৩৬ ছাড়িয়ে যেতে পারে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে রেকর্ড হতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কিছু ক্ষেত্রে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Back to top button