সিলেট

কানাইঘাটে বিএনপি ছেড়ে আ’লীগে ২শতাধিক নেতাকর্মী

সিলেটে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন অন্তত ২ শতাধিক নেতাকর্মী। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অনেকটা চমক দেখানোর মতো কারবার ঘটালেন তারা।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের উপস্থিতিতে তারা দলবদল করেন। এসময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন।

জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রায় ২ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

কানাইঘাট উপজেলার মুলাগুল নয়াবাজার পশ্চিম মাঠে ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা এবং পরবর্তীতে যোগদান অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন।ওই অনুষ্ঠানে বিএনপি ছেড়ে নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদেন।

উপজেলার ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি শমসের আলমের নেতৃত্বে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন নেতাকর্মীরা।

যোগদানকারী অন্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন সদ্য সাবেক বিএনপি নেতা ইউপি সদস্য ফখর উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হারিছ, ইউনিয়ন যুবদলের সভাপতি ফখরুল ইসলাম। এছাড়াও তাদের অনুসারী প্রায় ২ শতাধিক বিএনপি নেতাকর্মী দল ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী’র যৌথ পরিচালনায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দলের উপজেলা সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সিলেট জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ডের সদস্য আলমাছ উদ্দিন, সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি মাস্টার মামুন আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানকারী সদ্য সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি শমসের আলম, সাবেক জাপা নেতা অ্যাডভোকেট আব্দুর রহিম, ইউপি সদস্য ফখর উদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্বাস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নুল আবেদীন জয়, ইউপি সদস্য মুজির উদ্দিন প্রমুখ।

Back to top button